ভুল বোঝাবুঝি
     এম এ সালাম
       ১৩-০৭-১৯


পরিবারের সবার সাথে-
    সম্পর্ক রেখ ভাল,
সকাল হলে সবার সাথে
    হাসি মুখে কথা বল।


ভুল বুঝেই  যদি কেহ-
    সতত রাগ করে থাকে,
সম্ভব হলে তার ভুলটুকো
   শোধরিয়ে দেও তাকে।
    
কাহারো ভুলের জন্য যদি-
       ভুল বুঝাবুঝি হয়,
ভুল বুঝে সবার কাছে
       মহাত্বের ক্ষমা চেয়ে নেও।


ছোটরা যদি বড়দের কাছে-
     আত্মসমার্পণ করে,
বড়রাও নিজের ভুলত্রুটি
      নিজেরাই বুঝে নিতে পারে।


দেখুন,নিজেকে যে বড় বলে-
    বন্ধু,বড় সেই নয়,
ভাবুন,লোকে যারে বড় বলে
     বন্ধু, বড় সেই হয়।