ভুলে ভরা জীবন
    এম এ সালাম
      ৩০-১২-১৯


উদিত অর্ক কাটে কুয়াশা ঝাপসা আবারণ-
দুঃখের আগুনে জ্বলেপুড়ে মানুষের মন।


চিন্তায় চিন্তায় কেটে যায় ব্যর্থ জীবন
কেউ কেউ তখনও খোঁজে সাধু গুনিজন।


জানেনা চেনেনা তার কোথায় নিবাস?
দেখবে স্বরুপ তার মনে কতো আশ।


দর্ভট সে ধন খুঁজে একা একা চলে-
অন্ধ পথের সাথী দেখ,কারে ব্যথা বলে।


ভ্রান্তিপথে হেঁটে হেঁটে সায়াহ্ন ঘনায়-
অশুদ্ধ জীবন সবে এমনতো কাটায়।


আমিও গলতি পথে কাটিয়েছি দিন
নুয়ে গেছে মেরুদণ্ড পথে পথে ঋণ।


ডুবিছে দিনমণি দূরে নামিছে আঁধার-
ক্ষমা করো হে প্রভু দীনতা আমার।