ভুলের ভেলায় শেষ বেলাতে
           এম, এ, সালাম
            ১৪-০৭-১৯


বহতা নদীতে ভাসাইলাম তরী-
  সামনে ঢেউ আসে বার বার,
চেষ্টা করলেই পিছনে ফিরে যেতে
    আসিতে পারবে না আর।


আস্তে আস্তে আমার এ তরীখানা-
     উজান ভাটায় প্রবাহমান,
তরীর আগায় পাছায় আছে শুধু,
যাত্রী হিসেব আমার জীবন মান।


আশার বসতি গড়ব এই ধরাতে-
  নাটক মঞ্চায়ন করব রঙমঞ্চে,  
সময়ভাবে সব কিছু মোর হারিয়ে গেল,
রঙ্গমঞ্চ নাটক মঞ্চায়নের আগে।


ঝলমল রঙমঞ্চে দিব-দিব বলে পা-
পা ফসকে গেল ওই পথের মাঝে,
আমার লক্ষ্য অভীষ্টে পৌছার পূর্বেই
মেশিনের তৈল ফুঁড়িয়ে গেছে।
    
ওরে অবুঝ মন তুই কথা শোন-
    হায়!  তুই কেন চতুর্ররঙে দৌড়াও?
জীবন প্রদীপ নিবু নিবু  প্রায়
    তুই শুধুই ভুলের বাড়ী বেড়াও।


শেষ বেলাতে ভেবেই দেখলাম-
  যা করেছি সব কিছুতেই ভুল,
যার পরিনতিতে দিয়েই যাচ্ছি,
  সারা জীবনের আমার ভুলের মাশুল।


শান্তিতে কি টিকে থাকতে পারব?
       দশ নং বিপদ সংকেত কালে,
সময়ের কালে বন্ধুরা আমায় ফেলে,
যখন সবাই যাবে এক একেক চলে।


সেদিন প্রিয়জনের হদিস মিলিবে না-
  যারা আমার ছিল আপনের আপন,
হায়! অসময়ে ওই ভুলের মাঠে,
   ভুলের বীজ কেন করেছি বপন?