ভুমির বিয়ে
     এম এ সালাম
           ২৭-১০-১৯


কত পরিশ্রম করে বাবায়?
    তিলে তিলে টাকা জমিয়ে,
একটু ভিটে বাড়ী কিনে
    সেই ভিটে খানি আজ তুই
বড় হয়ে বিক্রি করে দিলি
     ফুর্তি করলি বউ নিয়ে।


খুলে দেখনি মনের তোরণ-
কেমন করে বিকিয়ে দিলি?
ওরে কপাল পোড়ার দল
কেমন করে কলম ধরলি?
বিবেক বিবেচনা হার মানিল
   তোর মন টলেনি বল।


কাহার পাংশু কে  বিয়ে দেয়?
    লোভের বশিভুত হয়ে,
মৌলি কাঁদে মালিকের ক্ষোভে
    বোকা বনে উপেক্ষা করিলি
পড়ের ঘরে বহ্নি জ্বালিয়ে
     উপহাস করিলি তোরা সবে।


রক্তের জ্বালা বাড়িয়ে দিয়ে-
    চুপ মারিলি ঘরকোনে,
যে শোনে সে উপহাস করে
    কান পেতে সব শুনেই গেলি
প্রতি উত্তরে কিছু না বলিলি
     স্বার্থ নিয়ে গেলি কেড়ে।


নিবাস রক্ষা কর লোভ ছাড়-
ক্ষিতিটুকু তুই আঁকড়ে ধর,
    নইলে সবই হারাবি,
পরিশ্রমের অংশ বাড়াইয়া
দুধের মাছিকে সব তাড়াইয়া
   সংসারের দিকে হাত বাড়াবি।