বছর ঘুরে আসল আবার-
     রমজানেরই  ঈদ,
ছুটি পেয়েছি বাড়ী যাইব
     শুধু মনের মাঝে গীত।


বাস স্টানে টিকিট কাটতে-
    গেলাম আগেভাগে,
গত বছরের টিকিট কাহিনী
     মনের মাঝে জাগে।


লঞ্চে গেলাম কেবিন করে-
    শান্তিতে যাব বাড়ি,
  সিট না পেয়েই আবার ভাবছি
    ট্রেনে যাব তাড়াতাড়ি।


রংপুরের এক বন্ধু বলে-
    আমার ইচ্ছে যাইব ট্রেনে,
মানুষ জনের জ্যাম দেখিয়া
     বিষয়টি ধরে না ব্রেনে।


বউয়ের জন্য মার্কেট করছি-
    কত! গহনা,চুড়ি, শাড়ী,
চিন্তা করছি কেমন করে
  ভীরে নিরাপদে যাব বাড়ী।


গুণ্ডারা সব মেতে উঠছে-
     জ্যামে করবে পকেট মার,
মলম পার্টি মলম লাগিয়ে
  টাকা,মাল হাতিয়ে নিচ্ছে বেশুমার।

যান-যট দেখে বাড়ীর  কথা-
      একেবারে ভুলে যাবার পালা,
হঠাৎ ব্যাগটা নিয়ে দৌড় দিল
হিরোঞ্চি, সন্ত্রাসী, এক গুন্ডা পোলা।