যারে দেখতে নারি তার চলন বাঁকা
           এম, এ, সালাম
            ২৬-০৪-২০


চালুন বলে সুইকে বাপু
     তোর পাচায় একটা ফুটো,
তোরই জন্য আমি লজ্জায় মরি
     সবার কাছে হই ছোট।


সুই বলে চালুনকে ভাই
       এটা হল যে কেমন কথা,
তোমার পাঁছায় সবাই দেখে
      কত হাজার হাজার ফুটা?


এই স্বভাবের লোকের বাস
        আমাদের এই সমাজে,
তাদের চরিত্র লক্ষ্য করিবেন,
     আসলেই তারা বাজে।


শুধু কথার ঝুঁড়ি বকে যায়
      ভিতর যে তার ফাঁকা,
অন্তরটা আসলেই তাদের,
     সিঁদে না হয়ে  বাঁকা।  


মুখের বুলি না থাকিলে
      ভাইরে কি উপয় যে হত!
ফাক পাইলে কর্কশ কাকও
      মুখে  থুথু মারিত কত?


এই সব লোককে ঘৃনা করে
     সমাজের কাছে তারা বোঝা,
বাঁকা সাপ যে মরিয়া গেলে
      হয় র‍্যাতের মত সোজা।


এদের থেকে দূরে থাকিবেন
    সমাজের সবাকে বলে যাই,
নাক কেটে অপরের যাত্রা ভংগ
  বলছি ওরা এই স্বভাবের তাই।
    


সব দোষ ওই নন্দ ঘোষের
        নিজের দোষের অবস্থা কি?
চশমা ছাড়া এই দোষ তুমি
      খালি চোঁখে দেখবে নি।


দিব্যি ভাল মেয়েটি হেটে যায়
    দেখুন পা একটি খাঁটো,
নিজের দোষ চোখে দেখেনা
     অপরকে করিতে চায় ছোট।


নিজের দোষ অপরের ঘারে-
      চাপানোই ওদের স্বভাব,
সময় সুযোগ আসলে ভাইরে,
   এই কথার দিব সুষ্ঠ জবাব।