যারে দেখতে না..রি তার চলন বাকা-
  এটা  প্রবাদ প্রবচনের কথা,
দিব্যি লোকটি সোজা হেটে যাচ্ছে
    বলছে ও কেন হাটে ব্যাকা।


মিষ্টি ভাষনে ভাল কথা বলে যায়-
   বলে দেখ ও কি বলে আবল তাবল?
এমন ভাষায় কথা বলিলে তাকে
     তাকে  কি করে বলিব  সবল?


লোকটির কোন দোষ খুজে পায় নে-
    তবুও বলে ওর পূর্ব পুরুষ ভাল না,
ওর কথায় কেহ কান দিবেন না
    ওর  মামায় কিন্তু ভাল না।


সবাই ওকে ভাল বলিতে পাড়ে-
    আমি ওকে ভাল বলি না,
ও যত ভাল কথাই বলুক না কেন?
    আমি ওর কথায় চলি না।


পরের মেয়ের দোষ ধরে চলেন-
     নিজের মেয়ের কথা কি ভেবেছেন,
সারা জীবন নিজের ছবি আয়নায় না দেখে
  কেন অপরের ছবি নিয়ে ভেবেছেন?