যাও পাখি উড়ে (১৮৬৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৮-২০২২
==============
ছেলের নেশা শালিক পোষা
তুলে আনে তার বাচ্চা ,
তাই প্রশ্ন করে শালিকের মায়
কাজটি হল তোর সাচ্চা।
  
আমার ছানা কেন তুমি নিয়ে?
খাবারে দেবে খুব কষ্ট ,
তুমি আদর সোহাগ যতই কত
ওর জীবনটা হবে নষ্ট ।


আমার মায়ের সেবা যত্ন থেকে
কেড়ে নিয়ে কি সুখ পাও,
সোনার বাটিতে দুধ ভাত দিয়ে
কি সুখ নিতে যে চাও।


তুমি কি তায়  ভালো থাকবে?
আমায় তুমি পুষে বলো ,
তাহা শুনে ছেলের মন তখন
শালিক ছানা ছেড়ে দিলো ।