যেখানে সুখ পাই      
      এম এ সালাম
       ২৫/০৪/১৭


  দিন গুলি মোর কেটে যাবে-
           কবিতার কথা লিখে,
কবিতা ই আমার তৃষ্ণা মিটায়
         এই নব ধরারই মাঝে।


কাব্য আমায় আবেগী লোচন-
          বাড়িয়ে দেয় বহুগুনে,
কাব্যের ভাষা জুড়ে দেই আমি
         বিশ্বায়নে দেখেশুনে।


  কাব্য লিখা ছাড়া ঘুম আসেনা-
           যখন বিছানার কোলে যাই,
   কবিতা লিখেই মনের খোরাক
            একটু  মিটিয়ে দিতে চাই।


সময় একটু পেলেই আমি-
       কবিতা  লিখে যাই,
সময়ের সাথে সুর মিলিয়ে,
        কবিতার গান গাই।


মানবতা আর ভালবাসা নিয়ে-
        সুখ দুঃখ লিখে যাই,
ঘটিতেছে যাহা এই বিশ্বায়নে
      কাব্যে সেই সুর দিয়ে যাই।