যেতে হবে ওই পাড়েতে
     এম,এ,সালাম
       ১৯-৯৭-২১
_______৷|।_____
টাকা পয়সা আর জমিদারী
মানে নেই এই ভুবনে,
তবু,লোভে পরে মানুষ ছুটে
ধন সম্পাদের পিছনে।


আজ ধনী আর কাল ভিখারি
এটাই জীবন রীতি,
সময়ের স্রোতে সব হেরে যায়
থাকেই শুধু স্মৃতি।


কত শিল্পপতি রাজা বাদশাহ?
আসলেন আর গেলেন,
কেউ কি কোন বিষয় সম্পত্তি
সঙ্গে নিতে পারলেন।


জ্ঞানী গুণীর জ্ঞানের মশাল
আজীবন জ্বলে থাকে,
মানব প্রেমের এই তো নিশান
ভালবাসা বলে যাকে।


ডাক আসলে তো যেতেই হবে
দুদিন আগে পরে
মিছে,ভুলের পিছে ছুটছি মোরা
দুনিয়ার মায়ায় পড়ে।


দ্বীনের জ্ঞান আর মানবপ্রেম
দুটি ধরায় খাঁটি,
টাকা পয়সা আর সোনাদানা
সবই  হবে মাটি।