যখন সন্ধা নামে
এম,এ,সালাম
  ২০-০৭-২১
================
অন্ধকার  নামছে পৃথিবীর  পরে
সূর্যিমামা ফিরছে ঘরে,
জ্বলজলে আলো নিভছে এবার
পাখি ফিরছে তার নীরে।  


পাখির নীরের টানে রাত্রী নামে
নিভেছে দিনের বাতি,
সারা পৃথিবীতে ঘুটঘুটে অন্ধকার
ওই যামিনী হলো সাথি।


বাসায় জ্বলছে বৈদ্যুতিক  বাতি
কেটেছে ঘরের রাতি,
শৈলার শাখে জোঁনাকির আলো
আঁধার পৃথিবীর সাথী।


দিনের শেষেতে ক্লান্ত  পথিক
ফিরে  চলছে ঘর পানে,
বিকেলের শেষে অবকাশ যাপন
মুখরিত বিহঙ্গের গানে।


চাঁদিমা উঠেনি নীলিমার বুকে
বুঝি ঘরে ফিরে গেছে,
রাএি নামিল বসুন্ধরার বুকে
কালো আঁধারে ভরে গেছে।


তারকিণী দেবীর শুভ আগমনে
ধরার  বুকে আন্ধার রাত্রী,
রাতজাগা ওই পশু আর পাখিরা
সকালের রবির আলো যাএি।