যদি একদিন উড়ে যাই (১৯৩৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)            
২০-১০-২০২২        
***********************            
যদি পাখির মত উড়ে যাই
পাখনা দুইখান মেলে,
তুমি কি আর দেখতে পাবে?
ডাগর চোখ দুটি খুলে।


অনেক দিনের বিরহ বেদনা
ভাষাহীনে ঘুরপাক খাবে,
শান্তনা দেওয়ার সংগী সাথী
কোথায় তুমি খুঁজে পাবে?


মেঘের  ভেলায় সাথেই উড়ো
আমাকে কিছু বলার তরে,
আমার সাথে প্রেমের আলাপ
বলিবে কানাকানি করে।


তখন মনের কোণে লুকিয়ে থাকা
সবকিছু বলবো প্রাণখুলে,
সকল বেদনার কথা বলতে বলতে
ভাসবো আমি অশ্রুজলে।


যদি শূন্যে মৃদুমন্দ সমীরণ বয়
গগনে পূর্নিমার চাঁদ উঠে,
সকল মনের জানালা খুলে দিব
তখন জোছনা পরবে লুটে।


শুধু রাত কাটাবো প্রেমালাপনে
আকাশের পূর্নচাঁদ দেখে,
প্রেমের সাগরে ভাসাবো তরী
জ্যোৎস্নারই আলো মেখে।


যদি বিহঙ্গ পেঁচা উঠে ডেকে
রাত অনেক গভীর হয়,
প্রেমালাপনে শঙ্কা জাগবে না
জাগবে না মনে ভয়।
    
যদি জেগে উঠে ভোরের পাখিরা
ওই ভোরের আলো ফোটে,
আমি তোমার পাশেই থাকবো
তুমি ভয় পাবে না মোটে।


তখন তুমি কি রাখবে আমায়?
ঘুম ঘোরের বাহুডোরে,
মনের কোনের সব দুঃখ যাবে
প্রেমের বেদনা চিরতরে।


রচনাঃ-নিচ শয়ন কক্ষ ০১-১০-২০২২
             রাত-৩-৪৫