ফুল কুড়াতে যাব যে কাল-
     বকুল গাছের তলে,
কেহ যদিই  না আস সাথে
     তবে একলা চল রে।


ফুল কুড়াব গাঁথিব মালা-
    রাখিব হাতের পড়ে,
সময় সুযোগ পাইবো যেদিন
   পড়াব সাম কালার গলে।


এই আশা যদি না পুরে গো-
    যাইব কলের পাড়ে,
জল বুড়াতে আসবে যে সম
     মালা পড়াব তোর গলে।


তুমি যদি না আস তবে-
    বন্ধু একলা চল রে,
পথের মাঝে দেখা হলে
   মালা  দিব তোর গলে।