যদি খুঁজে পেতে চাও-
    তালাশ কর ওই দিগন্তের শেষে,
যেখানে ওই নীল অম্বর টা
     দিগন্তের শেষে মিশে আছে।


ওখানে যদি পাওয়া না যায়-
    তালাশ কর অম্ভুধির তীরে,
যেখানে ওই উর্মিমালা একের পর এক
    ফেনার মত ভীরছে আপন তীরে।


ওখানেও পাওয়া না গেলে বন্ধু-
     খোঁজ রাতের ঋক্ষেশের মাঝে,
যেখানে ওই শুক নভশ্চরটা
    মিটি মিটি করে জ্বলছে অভ্র পানে।


যাকে খুঁজিতেছো সে যে একজন-
    প্রেমিক মানুষ,পাবে চিত্তের মাঝে,
তারার দেশে সাগর পাড়ে তাকে
   কখনো কি খুঁজে পাওয়া  যাবে?


বন্ধু মহাল খুঁজেফিরো তাকে-
    যেখানে যোষিতার ভালবাসা
খুজে পাওয়া যায় বিহ্বলতায়
    সেখানেই পাবে লক্কার আশায়।