যদি তোমাকে পাই (১৮৪৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৭-২০২২
______________________
সুন্দর এই পৃথিবী ছেড়ে
একদিন চলে যাবো,
মনে আমার একটি আশা
কবে তোমায় পাবো?


ভরা মনের শূন্য নদী
নাহি চলে জল,
বিরহের আগুনে পুড়ে
অশ্রুতে টলমল।


মনের মাঝে একটি আশা
বন্ধু তোমায় ঘিরে,
একলা ঘরে অপেক্ষারত
কবে আসবে ফিরে।


লক্ষ চাওয়া পাওয়ার মাঝে
একটি মাত্র চাঁদ,
তুমি আমার জীবন সাথী
পেতো না যে ফাঁদ।


কত ছবি আঁকছি মনে?
বাঁধবো সুখের ঘর,
তুমি আমার স্বপ্নের রাজা
তুমি নাহি কর পর।


তোমার ভালোবাসায় বন্দী
সাত সলিলের বুকে,
তোমায় সাথী করতে পারলে
থাকবো মহাসুখে।