যদি যেতে পারিতাম
       এম,এ,সালাম
        ২৩-০৬-১৮


মন চায় যাইব আমি -
     এমনই একটি দেশে,
কেন যাওয়া হয় নি?
      টাকার জন্য শেষে।


মন আছে ভিসা নেই-
     ভিসা কোথায় পাই?
ভিসা পেতে পার্সপোট লাগে
     টাকা কোথায় পাই?


টাকা যদি থাকত আমার-
    দেখিতাম কত দেশ,
কত দৃশ্য অবলোকন করিতাম
   স্মৃতিতে রাখিতাম বেশ।


দেশ বিদেশের কত দৃশ্য-
      যখন ছবিতে দেখি,
তখনই আমি মনের কথা
     কবিতার ভাষায় লিখি।


এমন ই এক দৃশ্যের ভিতর-
     কেন যে হারিয়ে যাই,
তাই তো আমি দৃশ্যের প্রেমে
     নিজেকে বিলিয়ে যাই।