যখন রাত জেগে থাকি
      এম এ সালাম
            ০২-০৮-১৯


চুপ নিশ্চুপ গভীর রাত-
    কোলাহল থেমে গেছে,
রাত ঘুমানো পাখীর মত
আর আমি একা একা ভাবছি
বড় একা হয়ে গেলাম।


যখনই একাকীত্ত্বে রাত কাটি-
    কেন যেন মনে পড়ে,
আর মনমাঝে শত বছরের
    শূন্যতার বিরাহ ব্যকুলতার
অভিশাপে জড়িয়ে ধরে।


তুমি পাশে নেই কিছু নেই-
     তখনই বেদনার নীল রঙে,
হাবু-ডুবু খাই আর ভাবি
      অমানিশার রাতের চেয়ে
দিনের প্রদীম অনেক শ্রেয়।


মনের কোণে বহ্নি জ্বলছে-
    শুধু কাহারো অনুর কল্পনা,
ভালবাসা যে এত কষ্টের
     রাত হলেই প্রতি পদে পদে
অনুভবের শিহরণ জাগে।


কষ্টের আগ্নেয়গিরির উদগিরণ-
    কখন যে জ্বালামুখ দিয়ে,
অনাবরত বেরিয়ে ছাপিয়ে
    হৃদা-কাশখানি ভষ্মিভুত করে
তুমি তা দেখবে এই তো।