যোনির ভিতর যোনি
         এম,এ,সালাম


যেই মেয়েটির জন্ম রাতে-
     ঘুমিয়ে ছিল মুষ্ঠিবদ্ধ হাতে,
ঊদ্বাহর খবর জানে না কখনো
      নারী হয়ে যে যাবে।


গর্ভের নারী জানে না কখনো-
সে যে উচ্চাকাঙখার অধিকারী
  সংসার সাজানো নারীদেরই
শুধু সে যে মাতৃত্বের অধিকারী।


এই নিয়ে যে বিতর্কের ঝড়-
  উঠল এলাকা থরে কেপে,
মেনে নিয়েও দেহের অধিকার  
    মন ফুলিয়া ফাপিয়া উঠে।


জেনেও জানে না জগদ্বাসীর বুকে-
   এ কন্যা ঋতুমতি যে হবে,
নারীর দেহের প্রতিটা ভাজে
    মায়ের মমতা দেখা যাবে।


ক্ষৌনী একদিন জেনে নিবে-
  নারীর দেহের ঋতুস্নান শেষে,
চিন্তার বিষয় ওগো নারী
সিক্ত যোনি স্ফিত হতে থাকে।


জন্ম দিবে হয়তো সেদিন-
   জরায়ু হতে জরায়ুর কন্যা,
হয়তো সেদিন আনন্দেতেই
    বইবে হাসি তামাশার বন্যা।


চিন্তার বিষয় মহাকাল একদিন
     তোকে ছিন্ন করে দিবে,
দীর্ঘ দিনের আনন্দটা তোমার
    জরায়ু হতে কেড়ে নিবে।


যোনি এসেছে কত স্বপ্ন নিয়ে-
     এই অচলার বুকে,
যোনি হতে যোনির জন্ম
     কেমন করে যে হবে।


ভাবিবার বিষয় যোনি হতে-
     যোনীর জন্মের কথা,
আমার সকল  মা বোনেরা
   একই রূপে ধরায় দেয় দেখা।