যৌবন ভরা মধুর জলে-
     ফুল ফুটিলে ভ্রমর বলে,
চল উড়ে যাই মধু আহরণে
    দেহের ক্ষুধা মিটাই।


যৌবন নেশায় চলছে পথিক-
     চোখে প্রেমের ছায়া,
মনের কোনে আঁকছে ছবি
      ছলনা রূপে মায়া।


মনে বেধেছে সুপ্ত কল্পনা-
   যৌবন ভরা অঙ্গে,
পাগল মনে যৌবন জ্বালায়
   বিবেক নামে ডঙ্গে।


যৌবন জ্বালায় জলছে আগুন-
   পুড়ছে ওই দেহ মন,
ভুলের মাঝে যৌবন হারায়
    মনের গহীন নির্জন।


জোয়ার মানে না শত বাঁধা-
     ডুবতে মধুর জলে,
জীবন মান  ক্ষত -বিক্ষত
     অন্যায় পথে চলে।


যৌবনের জ্বালায়  মন পাগল-
     চুকতে চায় কোমল শরীর,
ভাল মন্দ  দেখে না চেয়ে
     নষ্ট করেছো শরীর।
      
প্রেমিক তোমার চোখের নেশা-
   কাটবে কবে মনের ঘোর,
আঁধার রাতে  তৃষ্ণা মিটাতে
     মনে জাগে নতুন ভোর?