যৌবনের যাদু
এম,এ,সালাম
১১-০৭-২০


যৌবন মানে যাদুর খেলা
যদি থাকে মনে ভক্তি,
বৃদ্ধরাও ষোড়শীকে দেখে
জাগে প্রেমের শক্তি।


শ্রবনে মরা মজা নদী
জোয়ার থাকে পূর্ণ,
যৌবনের আসল সময়
শক্তি সমার্থ থাকে পূর্ণ।


যৌবনে কাকও হয় সুন্দরী
চেহারা হলেও কালো,
যৌবনভর্তি কালো মেয়েও
মনে লাগে কত ভালো।


ক্ষমতা থাকলে মিথ্যা কথাও
হয় কাহারো বানি,
ক্ষমতাধর ফাঁদে পড়িলে
চামচিকা ল্যাং মারে জানি।


শক্তি আর টাকা থাকলে
কত মুর্খ হও জ্ঞানী,
শক্তিহীনদের সত্য কথন
মিথ্যা হয়,রে জানি।