যুব সমাজকে বলছি
    এম এ সালাম
      ০২-০১-২০২০


ওহে জামানার চতুর যুবকেরা-
    জ্ঞানের কান লাগিয়ে শোন,
করিওনা বিবেকের বলিদান
    মান-সম্মান যায় না যেন।


যুবকদের প্রতি তাকিয়ে আছে-
    নতুন আগত প্রজন্মেরা,
তোদের থেকে শিক্ষা নিবে বলে
    চারিদিকে করছে ঘোরাফেরা।


বিপদে সুপথ জানাবে বলেই-
    প্রতিশ্রুতি দিয়ে যাও,
আলোর মশাল জ্বালিয়ে দিয়ে
    নব উদ্যামের পথ দেখাও।


রাঙাতে হবে ভুবনের মাঠ-
     ঘোচাতে হবে আঁধারের কালি,
দীপ্ত শিখা জ্বালিয়ে দিয়েই
      ঘুচাও যুব অবক্ষয়ের কালি।


অখ্যাত লোক হয় না বিখ্যাত-
     এখানে ভাবনার কিছু আছে,
অনুভব কর সুবিশাল সমীরণ
    এ স্রোত ধারা অন্তরে বহে যেন।