যুগের তালে সব চলে(১৮৭৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০৮-২০২২
=================
ভারী বোঝাটি বয়ে নেওয়া
সুন্দর দেহের কুর্তি,
সুনম কুনম এই মানবতায়
অন্তরটা যে মুর্তি।


মূল্যবান সব জামা জুতায়
পাইবে যে মহা কদর,
ছেঁড়া পোশাকে নামী মানুষ
পায়না ভালো নজর।


শরৎ কালে শিশির পরে না
স্বার্থের শিশির  ঝড়ে,
টাকাওয়ালা অনেক জ্ঞানীগুনি
অন্যেরা ফাঁকে পরে।


মটার যুক্ত চাকা চলে না
তেলের চাকা চলে,
অভিজ্ঞরা ভালাই নাশক
রাষ্ট্র মিলায় বলে।


বয়সের দোষে বুদ্ধি ভাসে
চোঁখে ভাসে ভালমন্দ,
ইঁচরে পাকা হয় সমাজপতি
বিবেক যে তার অন্ধ।