হে, আমাদের জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তোমার বিদায়ে কাঁদে
বাঙ্গালীর হৃদয় মন ও প্রান ।
আমাদের ছেড়ে চলে  গেলে
তুমি ওগো বাংলার প্রিয় বন্ধু,
দু:খের দরিয়া পার করেছিলে
তুমি পদ্মা, মেঘনা, ভবসিন্ধু।
তুমি বাঙ্গালী জাতির পিতা,
বাংলার শ্রেষ্ঠবীর,
অন্যায় অসত্যের কাছে নত
করনি কখনো তব উন্নত শীর।
তুমি অমর তুমি অক্ষয়
কোনোদিন তোমার হবে নাকো ক্ষয়,
আপন বক্ষ পেতে দিয়ে
তুমি অজয় কে করেছো জয়।
বজ্রকন্ঠে দিয়েছিলে তুমি
মোদের ত্বরীয়ে নেয়ার ভাষন,
স্রষ্ঠার দয়ায় তোমার সুযোগ্য
কন্যা করিতেছে দেশে সুশাসন।
বেগম ফজিলাতুন্নেছা তোমার সহধর্মিনী
ছিলেন ধর্মীয় মহিয়সী নারী,
লোভ লালসা ছিল না কোনদিন
অট্রলিকা গাড়ি আর বাড়ী।
তোমার কথা মনে পড়ে যখন
অশ্রু নেমে আসে নয়ন ভরে,
দানবের গুলিতে বাবা বলে
রাসেল ডেকেছিল করুন স্বরে।
স্বপরিবারে ভয়ডরে মরে
দিয়েছিলো আল্লাহর দোহাই,
তুবুও গুলি চালিয়েছে যারা
পরকালে পাবে না রেহাই।
তোমার হত্যার বিচার হবে
একে একে একদিন এই
বাংলার মাটিতে,
পরকালেও মোরা ছাড়বো না
তাদের রোজ ক্বেয়ামতের ঘাঁটিতে।
তুলি দুই হাত করি মোনাজাত
ওগো প্রভু দয়াময়,
পনেরই আগস্টের সকল
শহীদের বেহেস্ত নসীব যেন হয়।