কেউ কবে ধরেছিলো এই দুই হাত
সুহৃদ স্বজন ছাড়া কাটে দিন রাত
জীবনের শুরুতে সে ছিলেম যে একা
ধরনীর পথঘাট বড় আঁকাবাকা
ভালোবেসে লোকালয় কিংবা পাথর
ব্যাথিত হয়েছি শুধু হয়েছি কাতর
এখনো গভীর রাতে কেউ ধরে হাত
পাথুরে পুতুল দেখি হইলে প্রভাত
ভাবছি এখন থেকে হয়ে যাই একা
গৈরিক সন্যাসী মন দিবে নারে দেখা
আপনার ভেবে পর,  কিবা পরধন
ভুল নাহি করি আর স্থির করি মন
আকাশ অরণ্য দেখি কুহু স্বন কেকা
দুখহীন কেটে যাবে দিন একাএকা