রাতদুপুরে মৌনপুরে ভেঁপু বাজায় ব্যাঙ ,
ডোবার জলে শ্যাওলা তলে গ্যাঙর গ্যাঙর গ্যাং ।
ব্যাঙের ডাকে একটা ফাঁকে বৃষ্টি নেমে আসে ,
ঠাণ্ডা জলে আণ্ডা পাড়ে ভরা জ্যেষ্ঠ মাসে ।
লাগলে খুদা কামড়ে ধরে ঘাসফড়িঙের ঠ্যাং ,
সারারাত গান গায় গ্যাঙর গ্যাঙর গ্যাং ।
ব্যাঙ ও আমি বাঁচি মরি মাতৃধরার বুকে ,
ভেবে দেখি ব্যাঙমশায় আছেন বেশি সুখে ।
হিসাব নিকাশ চাওয়া পাওয়া নেই কোন দায় ,
খায় দায় রাতভর , - শুধু গান গায় ।
ব্যাঙ ও ব্যাঙ মরলে পরে সবকিছু শেষ ,
আমার বেলায় নেমে আসে আবার কবরদেশ ।
তাই ,আমাথেকে আনেক ভালো আছে কোলাব্যাঙ ,
খায় দায় গান গায় – গ্যাঙর ! গ্যাঙর ! গ্যাং !