সাদা মেঘ চুইয়ে দেখ ঐ নামে বৃষ্টি
কদম্বের ফোটা ফুল লাগে বড় মিষ্টি
গাছগুলো জুবুথুবু ভিজে কোন সুখে
রিমঝিম অবিরাম ধারা কেবা রুখে
সেপ্টেম্বরের এই ভেজা মধ্য দুপুর
উদাস ঠাহর আজি যায় বহু দূর
কাক ভিজে বক ভিজে আর কদুফুল
অবিরল ধারাপাতে মন যে আকুল
নিরবে কেমন দেখ চলে সংসার
ফুলপাখি গাছ মেঘ ভিজে যার যার
মানবের পৃথিবী আজ জটিল তবু
বাঁধ ভেঙে অবিরত ভিজে নারে কভু
আমাদের মনজুড়ে উত্থান পতন
বসুধা এখনো ভিজে আগের মতন