রিমঝিম ঝিম           বৃষ্টি পড়ে
          গাছ গাছালির তরে
বৃষ্টি পড়ে                  বৃষ্টি পড়ে
            ধারার স্বরে স্বরে
ঘুমের ঘোরে              দিন দুপুরে
             হঠাৎ দেখি বৃষ্টি
খিড়কি খুলে             কদম ফুলে
           আঁটকে গেলো দৃষ্টি
পাখ পাখালি           ভিজছে খালি
            গাছের ডালে বসে
সবুজ দেশে              বৃষ্টি আসে
             ভাদ্র শ্রাবণ মাসে
নদীর কূলে                ঝিঙে ফুলে
              বৃষ্টি দেয় ছোঁয়া
রাতের শেষে             প্রভাত আসে
             বৃষ্টি বাদল ধোয়া
বৃষ্টি কেন                     আপন হেন
             যাও না ঊষর চুমি
তোমার ছোঁয়ায়         স্নিগ্ধ ধোঁয়ায়
               জাগবে মরুভূমি ।।