মোটামুটি চল ছিলো যাপিত জীবন
খেয়ে পড়ে লিখে শুয়ে আপন ভুবন
কোথাথেকে এলোচলে পঁচা ভাইরাস
এলোমেলো করে দিলো গতকয় মাস
এখন সময় যে যায় জলের দরে
মানবতা মূল্যবোধ আলুথালু করে
দৃষ্টিসীমা জুড়ে দৃশ্য নেই  কোন আশা
পৃথিবীর চোখে জাগে শুধুই হতাশা
হার্দিক ভালোবাসা গো মানবের তরে
ফুটুক হাসি আবার প্রতি ঘরে ঘরে
অসাধ্য সাধন করা মানুষের ধর্ম
প্রচেষ্টা সফল হবে গবেষণা কর্ম
আর্জি তব তরে পরম করুণাময়
দূরে যাক বসুধার কাল এ সময়