এক ফোঁটা জল পেতে কণ্ঠ অধীর
চৈত্রের মাঠ দেখ ফেটেছে চৌচির
চাতকের চোখে জাগে শ্রান্তির নীড়
সান্টামেরিয়া শেষে খুঁজে পেলো তীর


সময় যে উবে যায় স্রোতধর নদী
হুরেরা হারায় জ্যোতি – নৃপতি গদি
বেবিলন বিদিশায়  ফিরে যাও যদি
একফোঁটা জল মাগে আজও নিরবধি


তৃষিত কন্ঠ বুকে জল দাও তুমি
সুমিষ্ট শরবতে ভিজাও এ ভুমি
বাষ্পীত সুধা তব আকণ্ঠ চুমি
অনাদিনিমগ্ন চাহি অতৃপ্ত আমি ।।