প্রজাপতি প্রজাপতি লালনীল ডানা
যেথা খুশি উড়ে যেতে নেই কোন মানা
এই ফুল এই গাছ এই বা বাগান
সারাদিন অবিরাম গেয়ে যায় গান
গোলাপ চামেলি টগর নয়নতারা
ফুল কভু ফোটে নাযে প্রজাপতি ছাড়া
ফুল কলি ফোটে বলে বাগানে বাগান
নিরবে পৃথিবী আজো ফিরে পায় প্রাণ
প্রজাপতি তুমি শুধু উড়ে যাও বনে
কেন তুমি যাও নাযে মানবের মনে
মানবের মনে থাকা জীবন্ত সে কলি
রাহুর দংশনে রোজ হয় যে বলি
ভুবন সারা গো যদি রাঙাতে এ চাও
মানব মনে থাকা নীতি ফুল ফোটাও