তুমি এসে ছিলে সেই কাকডাকা ভোরে
পাও টিপে টিপে মোর এ জীবন  দোরে
ফুল হয়ে পাখি হয়ে ফালগুন ডোরে
বেঁধে ছিলে আমায় তুমি রঙিন ঘোরে
তোমার হাঁটায় সেই এতো ছিলো মায়া
হেঁটেছি তোমার পিছে ভুলে গিয়ে হায়া
ছিলেনা যখন তুমি ছিলো তব ছায়া
আরাধ্য ছিলো সেই তব মনো কায়া
এখন এসেছি মোরা জীবনের শেষে
তুমিও থাকছ প্রিয়ে দূর ভিনদেশে
ফালগুন এসে কতো চলে গেলো চুপে
ফুল পাখি গানহীন রঙহীন  রূপে
আজ ভাবি ভালোবাসা এ স্মৃতির শূল
কাকভোরে এলোগেলো ভাসায়ে দুকূল