তুমি ছিলে প্রভাতের মাতাল হাওয়া
অনুরাগে পিছে কত করেছি ধাওয়া
হেমন্ত বসন্ত শীতে ফিরে আস তুমি
সাইমুম  হয়ে  কভু  নেড়ে  মরুভূমি
কখনো ফাগুন রাত জেগে একসাথে
ঘুম ঘুম চোখে উড়ে মেঘের বেলাতে
প্রশান্ত জলদির এক সুশান্ত তীরে
বারবার হাওয়া তুমি আসগো ফিরে
হাওয়া তুমি কভু যে ধরনি আকার
তোমার বিরহে তাই এই হাহাকার
আশার আলোয় আস যাও হতাশায়
ব্যাথিত হৃদয় কাঁদে একা নিরালায়
হাওয়া তুমি অধরা রবে চিরকাল
তোমার বিহনে আমি রবো যে কাঙাল