সময় যে চলে যায় অসময় আজ
হাতে তবু থেকে যায় কিছু কিছু কাজ
যুগের পরতে লেখা মহাবীর রাজ
লুটে পড়ে ভেঙে যায় কাঞ্চন তাজ


সেই কবে শুরু হয় আহ্নিক গতি
সৃষ্টি -বিনাশ -প্রেম- বিচ্ছেদ -রতি
সভ্যতা জেগে উঠে স্বদেশ প্রীতি
যুগে যুগে জমে কত বন্দনা স্তুতি


মন তুমি কও কারে সবই দেখি কায়া
প্রেমপ্রীতি বন্ধন মায়া শুধু মায়া
জীবনের পিছে ছুটে মৃত্যুর ছায়া
কেউ ভাঙে কেউ গড়ে ধর্মের পায়া


একদিন থেমে যাবে অনন্ত গতি
নিভে যাবে যতো আছে জলন্ত জ্যোতি
নিথর পাথর হবে পৃথিবীর দেহ
সবই যাবে পরপারে থাকবেনা কেহ