মুরগের ডাক শুনে ঘুম ভাঙে প্রাতে
অতীত স্বপনে আসে মাঝেমাঝে রাতে
ভুলগুলো উঁকিমারে হর দিবানিশি
হতাশায় বোজে চোখ প্রীতিফুল চাষি
বহুদিন কেটে গেছে পৃথিবী আবর্তে
বহু স্মৃতি প্রেমপ্রীতি ক্ষণপ্রভা  মর্তে
তবু মন জেগে ওঠে জ্বলে উঠে আঁখি
হায় ! অধরা রয়ে যায় সে সুখ পাখি
বিগত দিন নিয়ে এতো কেন ভাবনা
ভাবি যত কভু তা ফিরে আর পাবোনা
তবু কেন ঘুম ভাঙে বেদনার ঘোরে
মুরগের ডাক শুনি কাকডাকা ভোরে
দুই চোখ ভরে তুলি প্রীতি ফুলে ফুলে
থাকবোনা পড়ে আর পাও কাটা ভুলে