তোমার সুডৌল বক্ষে জমে থাকা
তুলতুলে ইচ্ছার তুহিনগুলো
হঠাৎই গলতে গলতে
যদি
মানস সরোবরে ফোটে যেতো
একটি অনাকাঙ্ক্ষিত , মহার্ঘ নীল পদ্মফুল ; -
তবে কী
ওজনস্তর দ্রুত ধ্বংস হয়ে যেতো ?  
পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে কমতে
সংসারধর্ম হিমশীতল হতে হতে
বিলুপ্ত হয়ে যেতো কী
বিলুপ্ত প্রায় প্রাণী
নীলগাই ;
যদি
এবং যদি আমি
হতেম নুর হোসেন ,
সুন্দর পানসি নৌক চড়ে
সুমিষ্ট সুগন্ধি জল কেটে কেটে
হাতে তুলে নিতাম তোমায় , ওগো !
সরোবরের জলে ফোটা একটি নীল পদ্মফুল
                                     হতোনা ভুল