প্রথম যেদিন দেখে ছিলাম নীল আকাশে লালপরী
তোমার বাড়ির রুদ্ধ দ্বারে দাড়িয়ে ছিলো প্রেমতরী
হাসি তোমার ঝরতো যেন মধব কুন্ডের ঝরনা
অমন হাসি দেখতে কিশোর দিয়ে ছিলো ধরনা
তোমার পলক শশীর ঝলক তোমার হাঁটার ভঙ্গি
মনটা শুধু চাইতো সখি হইগো তোমার সঙ্গী
ভাবুক তোমায় মনে হতো মাধবী লতা ব্যানার্জি
কত করে বুঝিয়ে ছিলাম কিশোর মনের প্রেমার্জি
জানিনাতো বুঝতে নাকি ভান করতে না বুঝার
বৃথাই তোমার দাম্ভিকতায় মানতে হলো আমায় হার
বিরহে তোমার লিখতে হলো কত শত কবিতা
সাক্ষী শুধু চাঁদ তারা আকাশ বাতাস সবিতা
তোমায় কভু দেখতে চাইনি মেঘের ওপর রঙধনু
চেয়ে ছিলাম রক্ত মাংসে স্বাদে গন্ধে নৃতনু