একদা চাঁদনী রাতে তুমি ছিলে সাথে
আকাশে সফেদ মেঘ ভেসে যায় রাতে
শীতল সে স্নিগ্ধ বায় ধীরে বয়ে যায়
অনুরাগে নাচে মন কিসের আশায়
যেন সেযে পাশে বসা শ্বেত সে বসনে
যদি ও থাকতো প্রিয়ে দূর আবাসনে
সে ছিলো প্রেম আমার কিশোর জীবনে
সুখ ছিলো তার পিছে আকুল ধাবনে
তারে নিয়ে সেই দিন আজো অমলিন
যদিও থেকেছে প্রিয়ে দূরে চিরদিন
সেই সব স্মৃতি আর তাহার বিরহ
নতুন দিনের আশা লাগে যে দুরূহ
সেই দিন সেই স্মৃতি ভুলে গেছ প্রিয়া
আজো তবু ব্যাকুল হয় আমার হিয়া


Rush Behind Love
............Mohammad Salauddin  
Once in a moonlit cool night
I became a passionate slight
Snow white clouds were flowing
Gentle breeze were simply blowing
I feel her by me in a white gown
Though she is living in a far town
She was love in my juvenile crush
Behind her I used to beloved rush
Those days are remain fresh with her
Though she lives from  far more far
All my repines for the days and mourn
There is no wish for a shining morn
She forget those  , there is no doubt
But I cannot her',how she casted out