এ জীবন মম                  শৈবাল সম
          ভাসছি প্রবল লহরী টানে,
   চপল গতিতে           বিফল অতীতে
           ব্যর্থ ভাসনা আহত প্রাণে।
   শতেক চাওয়া        কতেকই পাওয়া
            বুনো হরিণির মাংস,
   অলীক স্বপন                 স্বপ্নে বপন
              নষ্টালজিক  ধ্বংস।
    সূর্য করে                    বাঁচার তরে
            জীবন  কতো হয় রঙিন,
    পেছন হেঁটে                  স্মৃতি ঘেঁটে
               দুঃখ  ব্যাথা এই সঙিন।
    এঁটেল মাটি                    শুদ্ধ খাঁটি
              ফের কুমোরের ঐ ঘরে ,
     যদি যেতাম              গুল্ম হতাম
             শৈবাল হতে চাই না'রে  ।।