মধুর সময় তুমি আজো পড় মনে
আপনার ছিলো যারা সব প্রিয় জনে
গুটি গুটি পায়ে আসা কিশোর সে মন
ফুল পাখি নদী লতা করে যে আপন
হিম বায় বয়ে যায় শীতের সে আগে
কচিমন জেগেউঠে কোন অনুরাগে
ঘুড়ি হাতে ছুটে যায় নাড়া মেড়ে মেড়ে
সারাদিন খেলে যায় জিতে কী হেরে
আর কভু আসবে কী সেই দিন ফিরে
কলমি লতায় ঘেরা ফেনী নদী তীরে
বাঁধনহারা সেই ভালোলাগা জীবন
প্রিয়াপ্রিয় জনে রাঙা আপন ভুবন
ঘুমে কভু জাগরণে দেখি সে স্বপন
বারবার ফিরে আসে সময় আপন