"প্রথম দেখা''
  সালাউদ্দীন আহমেদ  


ঠিক কোন এক দিনের প্রহরিত সকাল
তোমার পিছু পিছু চলার মন চালাকি,
একটু যেতেই বিস্মিত আবার কখনও বা হতভম্ভ!
চুপি চুপি উকিয়ে দেখার সে কি ইচ্ছেখেলা।


সাইকেলের কিড়িং কিড়িং বেলে তোমার শিহরণ
আমায় যেন শরীরস্থ বাঁক দিয়ে ওঠে,
একটু লুকোচুরির দেখা দেখি চোখে চোখ
মুখের সে কি মায়াবী হাসীর আপছালো ছোয়া।


তার মুখের হাসি গায়ের গন্ধ আমাকে কাছে টেনে নেয়,
আমিতো আমার নায় হারিয়েছি তাহাতে
হাতের স্পর্শে গায়ের ছোয়ায় মুগ্ধকরণ
সে তুমি আমার প্রথম দেখা।