আসমানী ডাক আসে,
মাটির গভীর হতে।
বাতাসের দিন ফুরালে,
মিলেমিশে একাকার।
মাটি ও মাংসে তোমার- আমার।


মগজের মসনদে যে ছিল রাজা,
সে রাজা ঘুমায়।
জগতের এলার্ম ঘড়ি,
বেজে চলে অবিরাম।
তবুও ঘুমায় রাজা,
তার সাধের রাজ্য ফেলে।


এই সব খেলা অবিরাম চলে।
আমরা বাঁচতে শিখি,
কফিনের পয়সা কামাবো বলে।
যার-যার,  তার-তার।


ভালবাসা কিংবা ঘৃনায়,
জয়ে কিংবা পরাজয়ে,
আমরা উদ্বিগ্ন থাকি।
একান্ত ব্যাক্তিগত স্বার্থে।


আমরা লিখতে চাই,
নিজ নিজ সাফল্যের ইতিহাস।
তাই মৃত্যু বিক্রি করে,
কিনে আনি জঁমকালো দিন।
পাতানো খেলায় খুন করি,
অগনিত অসহায় ফুল।


যখন খাবার টেবিলে ভুরিভোজ করি,
তখনও হয়তো ক্ষুধায় মরছে হাজার।
আমরা নির্বিকার থাকি!
আসমানী ডাক আসে,
যার-যার, তার-তার।