হয়তো কোনো পাখির-
মুখ থকে পড়া বীজে।
জন্মেছিলো বৃক্ষ একটা,
এই লোভী পৃথিবীতে।


জন্মের পর প্রকৃতির দানে,
বাঁচে কি মরে, না বুঝে মানে।
বেড়ে উঠে বার বার।
দেখেও মানুষ, দেখে না সে তা।
দেখে না এ সংসার।


এমনি খেলার মাঝে,
বেড়ে উঠে নব সাজে।
হল যেই ফলবতি।
দেখলো মানুষ বললো এসে,
এ আমার সম্পত্তি।


সবাই বলে আমার আমার!
বৃক্ষ তুমি কার?
তোমায় পেতে পাগল কেন?
এই লোভী সংসার।


বৃক্ষ বলে আমাকে নয়,
চাই পেতে মোর ফল।
ফল ফুরালে, দূর হবে সব,
লোভী মানুষের দল।