আসো-যাও শরতের মেঘের মত,
ভেসে যাও যেন মেঘনার জল।
তুমি আমার সেই শৈশব যেন,
যখনই তাকাই হাজার কৌতূহল।


আমার ইচ্ছের ইশকুল,
ডানা মেলে উড়ে যাও।
ফেরো না পাখির মত নীড়ে।
এখনো পড়তে বসে,
কাগজের  খেলনা গড়ি।
নতুন খাতার পাতা ছিড়ে।