ঝরা পাতার বেদনা হৃদয়ে নিয়ে,
ভীষণ একাকী তুমি
কাঁদতে বসো।
তোমাকে কাঁদাবে বলেই
পাতা ঝরে, প্রকৃতি রুক্ষ হয়।
তোমার কাজল ধুয়ে জন্ম নেয়,
জীবনানন্দের ধানসিঁড়ি নদী।