মাত্রই শুরু হওয়া বিকেেল,
অদৃশ্য শক্তির সাথে-
চলছিল দেন-দরবার।
অবশেষে আমার পরাজয় হল।
ঠাই হলো  না ইতিহাসেও।


শুধু আমি জানি,
আর কেউ না।
সেই বিকেল আমার জন্য
এনেছিল, শুধুই শূন্যতা।


অসমাপ্ত সেই বিকেল,
আমাকে দেয়নি কিছুই।
নিয়ে গেছে সব।
আমার আবেগ,অনুভূতি,
পাওয়া আর না পাওয়ার পার্থক্য।
আজ সবই সমান আমার কাছে।


আমার কাছে প্রতিটা -
বিকেলই অসমাপ্ত।