শেষের শুরুতে আমি,
হেঁটে গেছি দ্রুত পায়ে।
পথ নেই আর এগোবার।
ইচ্ছের বিপরীতে হেরে গেছি-
এই ভেবে।
কিছু নেই, আর জিতবার।


জমকালো শহরে -
থেকে গেছি, একা আমি।
সবাই ফিরেছে ঠিক বাড়ি।
ঘুম ধরা রাত গুলো-
জেগে গেছি অকারনে।
ঘুমেদের সাথে ছাড়া ছাড়ি।


ফেরারী স্বপ্ন সব,
ফেরারীই রয়ে গেছে।
ধরা তো দেয়নি কোনদিন।
তোমাদের কাছে ছিলো,
আমার যা কিছু ঋণ।
চিরদিন রবে শোধহীন।