বিতাড়িত বেদনারা ফিরে আসে,
অন্ধকারে বুকের ভেতরে।
তৃষ্ণায় পুড়ে যায় বুক।
পিপাসা মেটে না কিছুতেই।
এ কোন আদিম বেদনা!
আধুনিক বুক পোড়াতে চাই।
আমি অসহায় চোখে চেয়ে থাকি,
মন বলে যায় না না না।
সে শব্দ আমার মাথার ভেতর বোমা ফাটায়,
কেউ শোনে না।
আমি বুঝে যায়, কলপে পাকা চুল।
চিরদিন ঢেকে রাখা যায় না।