ও চাঁদ...  তোমার বুকের বোতাম খোল,
আমি হৃদয় দেখতে চাই।


রবি বারে রাতে, তুমি জোসনা দেবে বলে,
হাজার রবি রাত জেগেছি।
দুপুর রাতে আসতে পার ভেবে,
অপেক্ষাতে ডুব মেরেছি।
আসো নি দুঃখ নাই।
শুধু তোমার বুকের বোতাম খোল।
আমি হৃদয় দেখতে চাই।


ও চাঁদ, তুমি চাঁদ না হয়ে  চঁড়ুই হতে,
আমার বুকে তোমার বোনা বাসায় র'তে।
জোসনা না হয় উষ্ণতাতে,
রাখতে বোকা হৃদয় টাকে।
রাখো নি দুঃখ নাই।
শুধু  বুকের বোতাম খোল।
আমি হৃদয় দেখতে চাই।


ও চাঁদ তুমি বন্যা হতে, হিংস্র জলের ধারা।
মারতে আমায়, ডুবিয়ে জলে।
না রেখে জোসনা  ছাড়া।
মারো নি দুঃখ নাই।
শুধু  বুকের বোতাম খোল।
আমি হৃদয়  দেখতে চাই।


ও চাঁদ, তুমি চাঁদই যখন,
জোসনা আমার চাই।
না দাও, বুকের বোতাম খোল।
আমি  হৃদয় দেখতে চাই।।