ডুব মেরে পার করে দেওয়া সময়ের শেষে,
আবার উঠব জেগে, সোনালী ভোরে।
আবার ফিরে যাব সেই দ্বীপে।
যেখানে ব্যথারা থাকে।
কোনদিন জানব না, কোথায় ছিলাম।
বহুদূর অন্ধকার, কেনই এলাম।
কারও খুশি, কারও খেলা, আমিই হলাম।
তার তরে, তার বরে মূল্য দিলাম।
প্রশ্নহীন পরিশ্রমে হয়ে যাব ক্ষয়।
প্রতি শ্বাসে, প্রতি ক্ষনে নিচ্ছি বিদায়।।