আয়, বোবা পৃথিবীর -
বোকা মানুষের দল।
আয় ওরে আয় পৃথিবীটাকে,
বাঁচাতে হবে চল।


বোকামী করে নিজের ঘরে,
আগুন দিয়েছি নিজে।
আয় ওরে আয় নেভাতে আগুন,
অনুতাপ জলে ভিজে।


ভুল করে যত করেছি ক্ষত,
বোবা পৃথিবীর বুকে।
দেয়নি জবাব, সহেছে তা সব,
পৃথিবীটা মুখ বুজে।


মুখ বুজে সব ব্যাথা সহে সহে,
পৃথিবী হয়েছে ভয়।
আজ তার বুকে বেঁচে থাকা নিয়ে,
দাঁড়িয়েছে সংশয়।


তাই ওরে আয় বোবা পৃথিবীর,
বোকা মানুষের দল।
চল সবে মিলে পৃথিবী থেকে,
ভয় দূর করি চল।


চল সবে মিলে পৃথিবীটাকে,
সাজাই নিজের মত।
আয় করি পণ পৃথিবীর বুকে,
করব না আর ক্ষত।


সবাই মিলে পৃথিবীটাকে,
রাখব পরিষ্কার।
খুশি হয়ে প্রভু দেবেন শুধু,
শান্তি পুরষ্কার।